কুয়াশার মাত্রা কমলেও হিমেল হাওয়া উত্তরাঞ্চলে
কুয়াশার মাত্রা কমলেও হিমেল হাওয়া অব্যাহত থাকায় শীতের প্রকোপ রয়ে গেছে দেশের উত্তরাঞ্চলে। তবে, রাজধানীসহ অনেক জায়গায় ঝলমলে রোদ উঠায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে।সোমবার (৩০ ডিসেম্বর) পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি মাঝারি বা তীব্র শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।
পঞ্চগড়:
উত্তরের হিমেল হাওয়ায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। হাড়কাঁপানো শীতে জবুথুবু পঞ্চগড়ের জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
দিনাজপুর:
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে উত্তরের জেলা দিনাজপুরে বিপর্যস্ত সাধারণ মানুষ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জনপদে।
নওগাঁ:
নওগাঁয় গতকাল রোববারের চেয়ে তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।
গাইবান্ধা:
গাইবান্ধায় গত কয়েকদিনে গড় তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই সূর্যের দেখা মেলায় কিছুটা উষ্ণতার ছোঁয়া পেয়েছেন এ জনপদের মানুষ।
রাজশাহী:
সকালে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা পেয়েছে উত্তরের জনপদ রাজশাহীতে। তবে কমেনি শীতের মাত্রা।
রংপুর:
এদিকে, রংপুরে মেঘ ও কুয়াশা না থাকায় ঝলমল সূর্যের বিকিরণে কিছুটা স্বস্তি ফিরেছে শীতার্ত মানুষের জীবনে।
তবে, আগামী ৩ জানুয়ারি থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি আবারো মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
এছাড়া কুড়িগ্রামসহ উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকাতেই কুয়াশার মাত্রা কমলেও শীতে কাহিল সাধারণ মানুষ।